আল-হেরা মদিনাতুল উলুম মাদ্রাসা, আমতলী

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থানসহ একাধিকবার পুরষ্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। আমতলী - বরগুনা।

প্রতিষ্ঠানের ইতিহাস

আল হেরা মদিনাতুল উলুম মাদরাসা একটি ঐতিহ্যবাহী ধর্মীয়  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে ১ম ২য় ৩য় স্থানসহ পুরস্কার পেয়েছেন আলহামদুলিল্লাহ আমতলী উপজেলাধীন মহিষকাটা বাজারের উত্তর মাথায় এবং একে স্কুল চৌরাস্তার উত্তর-পূর্বপাশে আমতলী এবং মহিষকাটাতে এক মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি।

মহিষকাটা বাজারের উত্তর মাথায় এবং আমতলী একে স্কুল চৌরাস্তার উত্তর-পূর্বপাশে আল হেরা মদিনাতুল উলুম মাদ্রাসা নামনুসারে ১লা সেপ্টেম্বরে ২০১৯ইং স্থাপিত হয় মাদ্রাসাটি হুফুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এবং হিফজ শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুসরণ করা হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি  দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পরিচালিত হয়ে আসছে। এবং আমাদের এই মাদ্রাসার ছাত্ররা ভালো মানের হাফেজ হয়ে বড় আলেম হয়ে দ্বীনের দায়ী হিসেবে বিভিন্ন মাদ্রাসা মসজিদে দিনহারা মানুষের খেদমত করতেছে অতএব এই ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত সচল থাকে এই দোয়া চাই মাদ্রাসার মুয়াফেক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আল্লাহ তাআলা মাদ্রাসা কে কবুল করুন আমীন